এই মুহূর্তে জেলা

রঞ্জি ট্রফিতে নজর কাড়লো নৈহাটির সুদীপ।

উঃ২৪পরগনা, ৯ জুন:- রঞ্জি ট্রফি খেলায় ঝাড়খণ্ডের বিরুদ্ধে ১৮৬ রান করে সকলের নজর কাড়লো বাংলার সুদীপ ঘরামি। বাংলা তথা নৈহাটির গর্ব সুদীপ ঘরামি খুব দরিদ্র ঘরের ছেলে বাবা রাজমিস্ত্রি একসময় হেলপারের কাজ করতো পরে সেখান থেকে মিস্ত্রি হয় এখন বর্তমানে বিভিন্ন বাড়ির কন্টাক্ট নিয়ে কাজ করেন। খুব পিছিয়ে পড়া নৈহাটির এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা আম্রপলি পূর্ব পাড়ার সুদীপের একটা ভাই আছে।

তার মা এবং বাবা বাবা সুশান্ত ঘরামি ও মা লক্ষ্মী ঘরামি তারা দুজনেই ছেলের এই কৃতিত্বে গর্বিত এবং পাড়া-প্রতিবেশী ও পাড়ার ছেলের এই রানের জন্য তারাও গর্বিত তারা চায় একদিন তাদের পাড়ার ছেলে ভারতীয় দলে এবং আইপিএলে খেলবে নৈহাটি পৌরসভার পৌর প্রধান সেও তার অঞ্চলের থেকে এইরকম একটি দরিদ্র পরিবারের ছেলে এই জায়গায় উঠে আসায় সেও গর্বিত বোধ করছে এবং সে জানায় নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক বলেছেন নৈহাটি উৎসবে তাকে সম্বর্ধিত করা হবে। এই রঞ্জি ট্রফি ব্যাঙ্গালোরে খেলা হচ্ছে ছেলে ফাইনালে খেলবে সে আশাও তারা জানায়।