এই মুহূর্তে জেলা

হনুমান জয়ন্তিতে অস্ত্র প্রদর্শনের মামলায় চুঁচুড়া আদালতে জামিন পেলেন সাংসদ দেবশ্রী চৌধুরী।

সুদীপ দাস, ২৮ সেপ্টেম্বর:- ২০১৮ সালের ঘটনা। বাঁশবেড়িয়ার কলবাজার থেকে শিবপুর অবধি হনুমান জয়ন্তী উলপলক্ষে মিছিলে অংশগ্রহন করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। সেই মিছিলে অংশগ্রহনের জন্য অস্ত্র আইনে মগরা থানা মামলা দায়ের করে চুঁচুড়া আদালতে। সেই কেসে জামিন নিতে আজ চুঁচুড়া আদালতে এলেন দেবশ্রী চৌধুরী। সঙ্গে ছিলেন বিজেপি নেতা সুবীর নাগ। আইনজীবি সূত্রে খবর ২০১৮ সালে রাজ্য বিজেপির তৎকালীন সম্পাদিকা দেবশ্রী চৌধুরী বাঁশবেড়িয়ায় হনুমান জয়ন্তী উপলক্ষ্যে একটি শোভাযাত্রায় অংশগ্রহন করেন। অভিযোগ সেই শোভাযাত্রায় আইনবিরুদ্ধভাবে অস্ত্র প্রদর্শন করা হয়। যার ফলে দেবশ্রী চৌধুরী, তৎকালীন হুগলী সাংগঠনিক জেলা সভাপতি সুবীর নাগ, বিজেপি নেতা তথা আইনজীবি সুশান্ত সেনগুপ্ত সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে স্বতঃপ্রনোদিতভাবে মগরা থানা অস্ত্র আইনে মামলা রুজু করে।

সেই মামলায় ইতিমধ্যে বাকি সকলের জামিন মঞ্জুর হলেও সময়ের অভাবে চুঁচুড়া আদালতে আসতে না পারায় জামিন হয়নি বর্তমানে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর। মঙ্গলবার সেই মামলাতেই জামিন নিতে চুঁচুড়া আদালতে উপস্থিত হন দেবশ্রী। এদিন চুঁচুড়া আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালী দাশগুপ্তের এজলাসে জামিন হওয়ার কথা দেবশ্রীর। এদিন আদালতে এসে সাংসদ বলেন তৃণমূল বহু মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। আমাদের মিছিলেরও সবরকম অনুমতি ছিল। তা সত্ত্বেও মিথ্যাভাবে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ভবানিপুরের আসন্ন উপনির্বাচন নিয়েও আশা প্রাকাশ করে সাংসদ। পাশাপাশি সোমবার প্রচারে বেড়িয়ে দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের বন্দুক দেখানো প্রসঙ্গে দেবশ্রী চৌধুরী বলেন নিরাপত্তারক্ষীদের বন্দুক দেওয়া হয় প্রয়োজনে বের করার জন্য। গতকাল দিলীপবাবুর প্রান সংশয় হয়েছিল তাই বন্দুক বের করা হয়েছে। এদিকে বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জীর দলবদল হওয়া প্রসঙ্গে দেবশ্রী বলেন ওসব গুজব।