কলকাতা, ২২ সেপ্টেম্বর:- রাজ্যে একশ দিনের কাজ প্রকল্পে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের মধ্যে ৮৪ শতাংশ শ্রম দিবস তৈরি করা সম্ভব হযেছে বলে রাজ্য সরকার জানিযেছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে কেন্দ্রীয় সরকার ২০২১-২২ আর্থিক বছরের জন্য মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্প পশ্চিমবঙ্গের জন্য ২২ কোটি কর্মদিবস বরাদ্দ করেছে। এর মধ্যে রাজ্যে ইতিমধ্যেই ১৮.৬৭ কোটি শ্রমদিবস তৈরি সম্ভব হযেছে। শুধু তাই নয় এই প্রকল্পে মহিলাদের যোগদানের নিরিখেও যথেষ্ট সাফল্য মিলেছে বলে দাবি করা হযেছে। এখনও পর্যন্ত বরাদ্দ হওয়া শ্রমদিবসে যারা কাজ পেয়েছেন যারা তাদের মধ্যে প্রায় ৪৬ শতাংশ মহিলা। এছাড়া এই প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতির শ্রেণীর প্রায় ৩৫ শতাংশ মানুষ কাজ পেয়েছেন বলে জানা গেছে।
২০২০-২১ আর্থিক বছরে রাজ্যে ৩৬ কোটি শ্রমদিবস তৈরি করার মাধ্যমে এক কোটিরও বেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে একশ দিনের কাজ প্রকল্পে গোটা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ। পাশাপাশি করোনা অতিমারির প্রথম ঢেউয়ে কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতেও এই প্রকল্পকে কাজে লাগিয়েছিল সরকার। যার মাধ্যমে প্রায় সাড়ে ছয় লক্ষ পরিযায়ী শ্রমিক কে কাজের সুযোগ করে দেওয়া হয়। চলতি বছরে যাতে আরও বেশি সংখ্যক মানুষকে এই প্রকল্পের মাধ্যমে কাজের সুযোগ করে দেওয়া যায় সেজন্য কেন্দ্রীয় সরকারের কাছে বরাদ্দ বাড়ানোর দাবি জানানো হবে বলে পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে।