নদীয়া, ২০ সেপ্টেম্বর:- নদীয়ার শান্তিপুরে ভাগীরথী নদীতে আবার ফাটল আতঙ্কে এলাকাবাসী। টানা কদিনের নিম্নচাপের জেরে আজ ভোর রাতে নদীয়া শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট এলাকায় ভাগীরথী নদীতে আবার ফাটল আতঙ্ক এলাকাবাসীর মধ্যে। স্থানীয় বাসিন্দারা জানান বেশ কিছুদিন ধরেই অনবরত গঙ্গার ভাঙনের জন্য গ্রাস করেছে প্রচুর বসতভিটে এবং চাষের জমির। তারপরেও টুকটাক ভাঙ্গন লেগেই চলেছে কিন্তু বালির বস্তা ফেলা ছাড়া কোনো কাজ হয়নি। পাকাপোক্ত কাজ হওয়ার কথা অনেকেই জানিয়েছেন কিন্তু সে কাজ এখনো হয়নি। আজ আবার নতুন করে ভোররাতে স্টিমার এলাকায় ভাগীরথীর নদির পাড়ে ফাটল লাগাই আতঙ্কের সৃষ্টি হয় এলাকার মানুষের মধ্যে।








