এই মুহূর্তে জেলা

সাম্প্রদীয় সম্প্রীতির মেলবন্ধনে খুঁটি পুজো দিয়েই শুরু পুজোর সূচনা আরামবাগে।

আরামবাগ, ১৯ সেপ্টেম্বর:- সম্প্রীতির বাতাবরনে প্রথম বছর দুর্গা পুজো, খুশির জোয়ার এলাকায়। শরতের ভোরে শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আসছে। একদিকে মৃৎশিল্পীদের ব্যস্ততা যেমন লক্ষ্য করা যাচ্ছে তেমনি পুজো কমিটি গুলিও তৎপর হয়ে উঠছে পুজোর আয়োজন নিয়ে। এদিন হুগলির আরামবাগের নবসূর্যোদয় পূজো কমিটি প্রথম বছর দূর্গা পূজো। তা নিয়েই সকাল থেকে কচি কাঁচা থেকে শুরু করে এলাকার মানুষের উৎসাহ বেশ চোখে পড়ার মতোন। পাশাপাশি এই পুজোর বিশেষত্ব হিসাবে দেখা যাচ্ছে সম্প্রীতির ছোঁয়া।

এই পূজোর দায়িত্বে আছেন সমাজের সকল স্তরের মানুষ। সবার আগে মানুষ। তারপর ধর্ম। এটাই আবার জনসম্মুখে তুলে ধরলেন সুজলপুর নবসূর্যোদয় পূজো কমিটি। পুজো কমিটির এক সদস্য জানান, সুজলপুরের অধিবাসীদের সহযোগিতায় এই পুজো হচ্ছে। প্রথম বছর পুজোয় হিন্দু মুসলমান সকলেই অংশ নিয়েছেন। সবমিলিয়ে এদিন রীতি মেনে মন্ত্র উচ্চারনের মাধ্যমে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সুচনা হলো সুজলপুরে। সম্প্রীতির বাতাবরনে বাঙালীর দুর্গা পুজো, প্রথম বছর সুজলপুরে এই পুজো হওয়ায় এলাকার মানুষের মধ্যে খুশির হাওয়া।