হুগলি, ১৯ সেপ্টেম্বর:- বাবুল সুপ্রিয় এখন তৃণমূল পরিবারের একজন সদস্য। যখন বিধানসভা নির্বাচনের আগে ট্রাকে করে বাসে করে চার্টার্ড ফ্লাইটে করে তৃণমূলের মন্ত্রী এম এল এ এমনকি বর্তমান বিরোধী দলনেতাকে ভাঙিয়ে বিজেপি যোগদান করিয়েছিল তখন কি বলেছিল এরা বিজেপির টুরিস্ট, আজ দিলীপ ঘোষ বড় বড় কথা বললে হবে। আজ শেওড়াফুলিতে রক্তদান শিবিরে এসে এইভাবে দিলীপ ঘোষের প্রতি কটাক্ষ ছুড়ে দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যান বাবু বলেন ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেভাবে নরেন্দ্র মোদি পর্যুদস্ত হয়েছেন সেটা নরেন্দ্র মোদির রাজনৈতিক জীবনের সবথেকে বড় হার। ভারতবর্ষের মানুষ আজ বিশ্বাস করতে শুরু করে দিয়েছে যে দেশের বিকল্প মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে আসছেন। তিনি বলেন ইতিমধ্যেই রাজ্যে বিজেপি সাইনবোর্ডে পরিণত হয়েছে আগামী দিনে সারা ভারতবর্ষে বিজেপির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
ভবানীপুরে বিজেপিকে প্রচার করতে দেয়া হচ্ছে না এই অভিযোগ তুলেছেন অর্জুন সিং, এ প্রসঙ্গে কল্যাণ বাবু বলেন অর্জুন আগে নিজের মুখটা আয়নায় দেখুক তারপরে এধরনের কথা বলবে। শেওড়াফুলির অন্যতম সমাজ সেবামূলক ক্লাব গুডবাই ক্লাব ও চার নম্বর ওয়ার্ড এর উদ্যোগে এদিন একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই শিবিরের উদ্যোক্তা এবং শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষ বলেন স্থানীয় এলাকার গুডবাই ক্লাব একটি সমাজ সেবামূলক প্রতিষ্ঠান করোনার সময়কাল থেকে যেভাবে রক্তের একটা অভাব দেখা দিয়েছে সেই কথা মাথায় রেখে আজকের এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। তাছাড়া ও সারা বছর এই প্রতিষ্ঠান মানুষের বিপদে আপদে পাশে থাকেন আজকের অনুষ্ঠানে দল-মত নির্বিশেষে এলাকার বহু মানুষ এই শিবিরে উপস্থিত হয়েছিলেন।