এই মুহূর্তে জেলা

বাবুলকে ওয়েলকাম। এটা ওর বিলম্বিত বোধোদয়। মন্তব্য অরূপের।

হাওড়া, ১৮ সেপ্টেম্বর:- বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় সাংসদ বাবুল সুপ্রিয়কে দলে ওয়েলকাম জানালেন তৃণমূল নেতা মন্ত্রী অরূপ রায়। বলেন, এটা বাবুলের বিলম্বিত বোধোদয়। বিজেপি দলে বাবুলের আসল জায়গা ছিলনা। তৃণমূলে আসায় আমি খুশি। বাবুল মধ্য হাওড়ার আবাসনে থাকে। আমার সঙ্গে ফোনে মাঝেমধ্যে কথাও হয়। আমার সবরকম সাপোর্ট থাকবে বাবুলের প্রতি। শনিবার বাবুলের যোগদান প্রসঙ্গে অরূপ রায় বলেন, “বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তাঁকে স্বাগত জানাচ্ছি। বাবুল একজন ভালো সঙ্গীতশিল্পী। যে কোনও কারণেই ওর যে জায়গায় থাকার কথা নয় সেখানে ছিল। আজকে চলে এসেছে।

ওয়েলকাম করছি। বাবুল মধ্য হাওড়াতেই আবাসনে থাকে। সুতরাং একসঙ্গে কাজ করব। আমার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়। ভালো সিদ্ধান্ত। বাবুলের প্রতি আমার সমর্থন থাকবে। তিনি দীর্ঘদিন ধরে অন্য একটা দলে ছিলেন। ওই জায়গাটা ওর যোগ্য জায়গা ছিলনা। পরে বুঝতে পেরেছেন। এটা বিলম্বিত বোধোদয়। দল বাবুলকে গ্রহণ করেছে। ওয়েলকাম। আমরা বাবুলকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করব। আমাদের পার্টি সবসময়ই শক্তিশালী। গত বিধানসভা নির্বাচনের ফলই তার প্রমাণ করে দিয়েছে। দিল্লি থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রচারে এসেও মমতাকে হেলাতে পারেননি। ২১৩টা আসন আমরা পেয়েছি। বাকি সাতটায় নির্বাচন হলে সেগুলোতেও আমরা জিতব।”