এই মুহূর্তে কলকাতা

জ্বর-শ্বাসকষ্টজনিত সমস্যা মোকাবিলায় গাইডলাইন প্রকাশ।


কলকাতা, ১৮ সেপ্টেম্বর:- উত্তর ও দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলায় শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ বাড়ার প্রেক্ষিতে রাজ্য সরকার জ্বর-শ্বাসকষ্টজনিত সমস্যা মোকাবিলায় গাইডলাইন প্রকাশ করেছে। স্বাস্থ্য দফতরের প্রকাশিত এই গাইডলাইনে শিশুদের জ্বর-শ্বাসকষ্ট তিনদিনের বেশি থাকলে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। শরীরে অক্সিজেনের মাত্রা ৯২ শতাংশের নীচে নেমে গেলেও হাসপাতালে ভর্তি করতে বলা হয়েছে। আক্রান্ত শিশুদের আলাদা রেখে চিকিত্সার নির্দেশ দেওয়া হয়েছে। ওই গাইডলাইনে আরও বলা হয়েছে, অসুস্থ শিশুদের থেকে প্রবীণদের আলাদা রাখতে হবে। শিশুদের বাড়িতে রেখে চিকিত্সা করালে মাস্ক পরে থাকতে হবে। অসুস্থ শিশুদের নিয়ে ভিড়ের মধ্যে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।