এই মুহূর্তে জেলা

কোভিড বিধি মেনে বেলুড় রামকৃষ্ণ মিশন শিল্পায়তনে বিশ্বকর্মার আরাধনা।

হাওড়া, ১৭ সেপ্টেম্বর:- কোভিড বিধি মেনে সাড়ম্বরে শিল্পের দেবতা বিশ্বকর্মার আরাধনা হচ্ছে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন শিল্পায়তনে। এই প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের বিশ্বকর্মা পূজায় শিক্ষক, ছাত্র ও মহারাজরা উপস্থিত ছিলেন। তাঁদের তত্ত্বাবধানেই সকাল থেকে পূজার তোড়জোড় শুরু হয় বেলুড় মঠ শিল্পমন্দিরে। পূজা, হোম ও নাম সংকীর্তনের মধ্য দিয়ে নিষ্ঠার সঙ্গে বিশ্বকর্মার আরাধনা হয়। বেলুড় মঠ শিল্পমন্দিরের বিশ্বকর্মা পুজো সম্পর্কে রামকৃষ্ণ মিশন শিল্পবিদ্যালয়ের অধ্যক্ষ স্বামী গুনিন্দ্রানন্দজী মহারাজ জানান, বেলুড় মঠের দুইটি কারিগরী প্রতিষ্ঠান আছে।

একটি রামকৃষ্ণ মিশন শিল্পমন্দির পলিটেকনিক এবং আরেকটি রামকৃষ্ণ মিশন শিল্পবিদ্যালয় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এই দুটি শিল্প প্রতিষ্ঠান অনেক পুরনো। শিল্পবিদ্যালয় ১০০ বছর পূর্ণ করেছে। দুটি ইনস্টিটিউটেই আলাদা আলাদা করে বিশ্বকর্মা পুজো করা হয়। গত বছর এবং এই বছর কোভিড পরিস্থিতির জন্য প্রতিষ্ঠানগুলিতে ঘটে পুজো করা হয়েছে। এবার মাত্র কুড়ি থেকে ২৫ জন ছাত্রের উপস্থিতিতে এই পুজো হয়েছে। মঠের মহারাজরাই এই পুজো করেছেন। পুরনো নিয়ম মেনেই বিশ্বকর্মা পুজো করা হয়েছে।