এই মুহূর্তে জেলা

চাকরি দেওয়ার নাম করে প্রতারনার অভিযোগে মন্দারমনি থেকে গ্রেফতার দম্পতি।


সুদীপ দাস, ১৩ সেপ্টেম্বর:- চাকরি দেওয়ার নাম করে বহু মানুষকে প্রতারনার অভিযোগে গ্রেফতার এক দম্পতি। ঘটনা প্রসঙ্গে জানা ভদ্রেশ্বর এলাকার বহু মানুষকে রেলে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছে ওই দম্পতি। নাম বাসুদেব গড়াই ও তনয়া গড়াই। এরা বেশ কিছুদিন থেকে ভদ্রেশ্বরের কে জি আর এস রোডের কাটাডাংগায় এক আবাসনে বসবাস করত। প্রতারিতরা এদের বিরুদ্ধে ভদ্রেশ্বর থানায় এফ আই আর দায়ের করলে তদন্তে নামে চন্দননগর পুলিশ কমিশনারেটের ভদ্রেশ্বর থানা ও গৌরহাটি ফাঁড়ির পুলিশ। কথা বাত্রায় ও কিছু কাজকর্মের ভিত্তিতে বিশ্বাস যোগ্যতা অর্জন করে বাসুদেব ও তনয়া। এমনকি কোর্ট পেপার এ লিখে দেয় চাকরি না পেলে টাকা ফেরত দেয়া হবে। প্রতারিতরা জানতে পারে আবাসন থেকে পালিয়ে গেছে এই প্রতারকরা। এরপর পুলিশ চিরুনি তল্লাশি শুরু করে। অবশেষে মোবাইলের টাওয়ার লোকেশন দেখে পুলিশ জানতে পারে মন্দারমনিতে রয়েছে এই দম্পতি। থানার পি এস আই সঞ্জয় বিশ্বাসের নেতৃত্ত্বে পুলিশের টিম চলে যায় দিঘার মন্দারমনিতে। সেখান থেকেই প্রতারক দম্পতিকে গ্রেপ্তার করে ভদ্রেশ্বর থানার পুলিশ।