এই মুহূর্তে জেলা

অকাল বৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা হুগলিতে।


হুগলি, ৮ ডিসেম্বর:- ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। যার প্রভাব পড়েছে রাজ্য তথা জেলাতেও। বুধবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। কখনো প্রবল বৃষ্টি কখনো বা মাঝারি বৃষ্টিতে জলমগ্ন হয়েছে চাষের জমি। এই সময় মূলত জেলার চাষিরা কোথাও আলু চাষ করছেন কোথাও বা ধান কেটে রাখা রয়েছে জমিতে। তবে একটানা বৃষ্টির দরুন জল জমেছে চাষের জমিতে। ফলে জমা জলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। এ হেন পরিস্থিতিতে মাথায় হাত কৃষকদের। এ দিকে প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার থেকেই উপগ্রহ চিত্রের মাধ্যমে ক্ষতিগ্রস্থ জমি পরিমাপের কাজ শুরু হয়েছে।

এমনটাই জানালেন হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মদনমোহন কোলে। পাশাপাশি তিনি জানান, প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ চাষীদের শস্য বীমা যোজনায় নাম নথিভুক্তকরণের কাজ চলছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হুগলিতে বৃষ্টির পরিমাণ ১৭.৭ মিলিমিটার। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা বাড়তে পারে ধরে নিয়েই জেলা পরিষদগতভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সভাধিপতি রঞ্জন ধারা। তাঁর দাবি, বীমার আওতাধীন যারা নয়, তাঁদের ক্ষতিপূরণ নিয়েও চিন্তাভাবনা চলছে।