Uncategorized এই মুহূর্তে কলকাতা

করোনা মহামারির পর অভিনব প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা কলকাতায়।

কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- করোনা মহামারি আটকাতে দীর্ঘ লকডাউনের ফলে ঘরবন্দি মানুষদের মধ্যে শুরু হয়েছে নানা একঘেয়েমি ও মানসিক সমস্যা। যেমন গারস্থ্য হিংসা বেড়েছে, তেমনি সূযোগ ও অভ্যাসের অভাবে নষ্ট হতে বসেছে বহু প্রতিভা। এবার এইসব প্রতিভাকে তুলে ধরতে কলকাতায় অনুষ্ঠিত হল এক অভিনব প্রতিভা অন্বেশন ও সুন্দরী প্রতিযোগিতা  মিস এন্ড মিসেস ইন্ডিয়া ২০২১.নিউটাউনে এই প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন রাজ্য থেকে আসা বহু প্রতিযোগী। ঝলমলে আলোর নিচে, সুরের তালে তালে ফ্যাশন প্যারেডে পা মেলান ১৫ থেকে ৬৫ বছর বয়সী মহিলারা। আয়োজক সংস্থা গ্লোবাল কুইন্স এন্ড কিংস ও প্রিয়দর্শিনী বোটিকের কর্ণধার ইন্দ্রানী চ্যাটার্জী বলেন, ‘নারী একাই অর্ধেক আকাশ। নারী আবদ্ধ থাকবে না সংসারের চার দেওয়ালের মধ্যে। তার জন্য রয়েছে মুক্ত আকাশ। সেখানেই সে ডানা মেলবে। ছড়িয়ে দেবে তার প্রতিভার সুপ্ত বীজ। এমনই অভিনব লক্ষ্য নিয়ে, কোভিড পরিস্থিতির মধ্যেও সবরকম কোভিড বিধি মেনেই এক অভিনব প্রতিভা অন্বেষণ ও সুন্দরী প্রতিযোগিতার আয়োজন। এখান থেকেই চলচ্চিত্র,মডেলিং এঙ্কারিং  সহ নানা বিষয়ে সুযোগ পাবেন মহিলারা।