এই মুহূর্তে জেলা

সোনার গয়না, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে ফেরালো পুলিশ।

হাওড়া, ১০ সেপ্টেম্বর:- বালি অঞ্চলে চুরি যাওয়া এবং ছিনতাই হওয়া সোনার গয়না, মূল্যবান সামগ্রী, দামি মোবাইল ফোন উদ্ধার করে তা আসল মালিকদের হাতে তুলে দেওয়া হলো। শুক্রবার সকালে ‘প্রত্যর্পণ’ নামক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের এই সোনার গয়না, টাকা এবং মোবাইল ফোন তুলে দেওয়া হয়। হাওড়া সিটি পুলিশের বালি থানা এলাকায় পুলিশ উদ্ধার করেছিল এইসব সোনার গয়না ও নগদ টাকা। এর পাশাপাশি বেশ কয়েকটি মোবাইল ফোন যা বিভিন্নভাবে একাধিক জায়গা থেকে হারিয়ে গিয়েছিল, সেই ফোন উদ্ধার করে এদিন মোবাইলের আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

শুক্রবার সকালে বালির রবীন্দ্র ভবনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ অনুপম সিং সহ সিটি হাওড়া সিটি পুলিশ এর পদস্থ আধিকারিকরা। এ ব্যাপারে হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ অনুপম সিং জানান, বালি থানা এলাকার ৪টি কেসে চুরির মামলায় বাজেয়াপ্ত করা হয়েছিল প্রায় ১২০ গ্রাম সোনার গয়না। এর সঙ্গে উদ্ধার হয় বেশ কিছু নগদ টাকা। এদিন ‘প্রত্যর্পণ’ নামক এক অনুষ্ঠানের মাধ্যমে সেই গয়না এবং টাকা তুলে দেওয়া হয় সেই গহনা এবং টাকার প্রকৃত মালিকদের হাতে। এর পাশাপাশি এদিন ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে তা সেই মোবাইল ফোনের মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের এই ভূমিকায় মানুষ খুশি।