এই মুহূর্তে কলকাতা

দুর্গাপুজোর অনুদানে বিজেপির বিরোধিতায় পাল্টা জবাব তৃণমূলের।


কলকাতা , ৮ সেপ্টেম্বর:- দুর্গাপুজোয় অনুদানের বিরোধিতা করে বিজেপি মানুষের রুজি রুটির ওপর আঘাত হানছে চাইছে বলে তৃণমূল কংগ্রেস নেতা, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু অভিযোগ করেছেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সম্প্রতি কালে আইআইটি খড়গপুরের এক গবেষণায় দেখা গেছে পুজোকে কেন্দ্র করে বছরে প্রায় ৩২৩৭৭ কোটি টাকার বেশি আর্থিক লেনদেন হয়। অর্থাৎ বহু সংখ্যক মানুষের রুজি রুটির সঙ্গে যুক্ত। মূলত ক্লাব এবং বারোয়ারি পুজো কমিটির আয়োজিত পূজাকে কেন্দ্র করেই এই লেনদেন হয়। তাই নীতিগতভাবে তাদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। ভবানীপুর বিধানসভা আসনের নির্বাচনের দিকে তাকিয়েই ২৫ হাজার ক্লাবকে অর্থ সাহায্যের প্রসঙ্গে বিজেপির অভিযোগ চরম হাস্যকর বলে ব্রাত্য বাবু মন্তব্য করেন। তিনি বলেন, ওদের এসব কথা শুনে ঘোড়াও হাসবে।

২০১১ সাল থেকে মুখ্যমন্ত্রী ক্লাব গুলোকে অর্থ সাহায্য করেন। তাছাড়া রাজ্যে ২১৩ আসন জেতার পর আমাদের আর বাড়তি জনসমর্থনের দরকার আছে কি? এ হেন ছেলেমানুষি বন্ধ হোক।” অন্যদিকে রাজ্যের তিন আসনে ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের মত দলের শীর্ষ নেতৃত্বকে কেন্দ্রীয় এজেন্সির তলব প্রসঙ্গেও কেন্দ্রীয় সরকারকে এক হাত নিয়েছেন ব্রাত্য বসু। তিনি বলেন, ভোট এলেই এসব হবে। এসব নিয়ে আমরা ভাবছি না। আসলে শুধু ভোটে জেতা নয় তৃণমূল আসাম ত্রিপুরাতেও কর্মসূচি করছে। এটা ওদের চিন্তায় ফেলে দিয়েছে। ব্রাত্য বাবু আরও বলেন, ভোটে হেরে বিজেপির মনোবল ভেঙে গেছে। তাই তারা কখনও রাজ্যপালকে দিয়ে কখনো এজেন্সিকে দিয়ে চাপ তৈরি করছে। কিন্তু একদিন চাকা ঘুরবে।