হাওড়া, ৭ সেপ্টেম্বর:- হাওড়ার বালি থানা এলাকার বেলুড় স্টেশন রোড সংলগ্ন একটি ডায়াগনস্টিক সেন্টারে লেডিস টয়লেটের ভিতর গোপনে চলছিল ক্যামেরা ফোন। ফোনের ক্যামেরা অন করে সেখানে মহিলাদের গোপন ছবি তোলা হচ্ছিল। এই অভিযোগে ওই ডায়াগনস্টিক সেন্টারের এক নিরাপত্তা কর্মীকে আটক করেছে বালি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। এদিন এক মহিলা টয়লেটে গিয়ে ক্যামেরা অন করা অবস্থায় মোবাইল ফোনটি দেখতে পান।
তিনি তাঁর স্বামীকে এসে ঘটনাটি বলেন। এরপরই লোকজন ছুটে এসে ফোনটি উদ্ধার করেন। অভিযুক্ত নিরাপত্তা কর্মীকে উত্তমমধ্যম দিয়ে তাঁরাই পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাকে আটক করে বালি থানায় নিয়ে আসে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিশ মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করে পরীক্ষা করে দেখছে। এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়েছে বালির ওই ডায়াগনস্টিক সেন্টারে। মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।