এই মুহূর্তে জেলা

দুর্ঘটনা কমাতে পথ নিরাপত্তায় বিশেষ জোর হাওড়ায়।

হাওড়া, ৭ সেপ্টেম্বর:- হাওড়া শহরে পথ দুর্ঘটনা কমাতে এবার গাড়ি চালকদের শারীরিক পরীক্ষার উপর জোর দিলো হাওড়া সিটি পুলিশ। পথ নিরাপত্তা সপ্তাহ পালন কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার সকালে হাওড়ার মালিপাঁচঘড়া থানা ও গোলাবাড়ি ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে উত্তর হাওড়ার শ্রীঅরবিন্দ রোডে গাড়ি চালকদের জন্য এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সালকিয়া সুশ্রুত আই ফাউন্ডেশনের সহযোগিতায় এদিন ওই শিবির অনুষ্ঠিত হয়। চক্ষু পরীক্ষা শিবিরে বাস চালক, ট্রাক চালক, অটো ও টোটো চালকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করানো হয় এবং চশমা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম চৌধুরী, হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ অনুপম সিং, এসিপি নর্থ-১ আবদুল গফফর, এসিপি ট্রাফিক-১ দেবাশিস গাঙ্গুলি, মালিপাঁচঘড়া থানার আইসি অমিত কুমার মিত্র, গোলাবাড়ি ট্রাফিক গার্ডের আইসি বিপ্লব মন্ডল প্রমুখ।

অন্যদিকে, এদিন পথ নিরাপত্তা সপ্তাহ পালনের শেষ দিনের অনুষ্ঠান হাওড়া ব্রিজ অ্যাপ্রোচেও পালন করা হয়। হাওড়া রেলওয়ে স্টেশন ট্রাফিক গার্ড আয়োজিত ওই অনুষ্ঠানে হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিক অর্ণব বিশ্বাস, সমস্ত এসিপি ট্রাফিক, এসিপি নর্থ, বিধায়ক গৌতম চৌধুরী, হাওড়া রেলওয়ে স্টেশন ট্রাফিক গার্ডের আইসি সুকান্ত কর্মকার উপস্থিত ছিলেন। এদিন এই উপলক্ষে একটি মোটর সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। এছাড়াও পাঁচজন ট্যাক্সি ড্রাইভারকে তাদের কাজের জন্য ইন প্লেস অফ পারফরম্যান্স পুরস্কৃত করা হয়। এর পাশাপাশি ড্রাইভার, যাত্রী ও পথচারীদের মধ্যে মাস্ক এবং চকলেট বিতরণ করা হয়। পথ নিরাপত্তা সপ্তাহ পালন উপলক্ষে এদিন বালিতেও ৫৪ নং বাসস্ট্যান্ডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বালি থানার পক্ষ থেকে আয়োজিত ওই অনুষ্ঠানে বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়, ডিসি নর্থ অনুপম সিং, থানার আইসি সঞ্জয় কুন্ডু সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।