এই মুহূর্তে কলকাতা

করোনার নতুন ভ্যারিরেন্ট নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর।

কলকাতা, ৬ সেপ্টেম্বর:- করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর মঙ্গলবার জরুরি বৈঠকে বসছে। নতুন করে সংক্রমনের আশঙ্কা আটকাতে ৭টি দেশ থেকে আসা যাত্রীদের ওপর বিশেষ নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে, বসনিয়া, এই ৭টি দেশ থেকে আসা যাত্রীদের দেহেই নতুন ভ্যারিয়্যান্ট পাওয়া গিয়েছে। এই নিয়ে কেন্দ্র সরকার ইতিমধ্যেই নতুন গাইড লাইন জারি করেছে। এরাজ্যে এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই বৈঠকে আলোচনা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।