হাওড়া, ৫ সেপ্টেম্বর:- দ্বিতীয় হুগলী সেতু থেকে মরণঝাঁপ যুবকের। উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অমিত সিং ( ২৫ ) নামের ওই যুবক। এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার সালকিয়ার বাসিন্দা ওই যুবক দ্বিতীয় হুগলি সেতুর মাঝখান থেকে গঙ্গায় ঝাঁপ দেন। সেই সময় পুলিশের একটি লঞ্চ সেখান দিয়ে যাচ্ছিল। পুলিশের নজরে এলে ওই যুবককে দ্রুত উদ্ধার করা হয়। তাকে শিবপুর থানার পুলিশ হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান মানসিক অবসাদের জেরেই ওই যুবক আত্মহত্যার চেষ্টা করেন।