এই মুহূর্তে জেলা

অনলাইন ক্লাসের মাধ্যমে জয়েন্টের পরীক্ষাথীদের কোচিং ক্লাস শুরু করতে চলেছে হুগলি গ্রামীন পুলিশ সুপার।


হুগলি, ৩ সেপ্টেম্বর:- হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার এর উদ্যোগে কোভিড পরিস্থিতি তে ঘরে বসে অনলাইন ক্লাসের মাধ্যমে জয়েন্ট এনট্রাসে পরীক্ষার্থীদের কোচিং ক্লাস শুরু হতে চলেছে। রাজ্যে প্রথম দু বছরের এই অনলাইন কোর্সে হুগলি রুরাল থানা এলাকার ১৭৯ জন ছাত্র ছাত্রী দের নিয়ে শুরু হচ্ছে প্রথম পর্যায়ে ট্রেনিং কোর্স। সপ্তাহে তিন দিন তিন ঘন্টা করে বাড়িতে বসেই অনলাইন ক্লাস করানো হবে।

পরবর্তী ছয় মাস পর থেকে সপ্তাহ চারঘন্টা করে চারদিন ট্রেনিং কোর্স চলাকালীন পুরো বিষয়টি মনিটরিং করার জন্য ডিএসপি পদমর্যাদায় একজন নোডাল অফিসার কে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিন আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুগলি রুরাল পুলিশ সুপার আমনদীপ ও কেরিয়ায় এন্ড কোর্সেস এর সিইও রানা প্রতাপ সিং। বিনামূল্যে বাড়িতে বসে অনলাইন কোর্সের সুযোগ পাওয়ায় আগামী দিনে লক্ষ্য পুরণ হবে বলে আশা প্রকাশ করেছে ছাত্রছাত্রীরা।