এই মুহূর্তে জেলা

আরামবাগ মহকুমা জুড়ে পালিত হল পুলিশ দিবস।


আরামবাগ , ১ সেপ্টেম্বর:- ১ লা সেপ্টেম্বর আরামবাগ মহকুমা জুড়ে পালিত হল পুলিশ দিবস। বুধবার হুগলির আরামবাগ থানার উদ্যোগে পালিত হয় এই দিনটি। হুগলি রুরাল পুলিশ জেলার উদ্যোগে আরামবাগ গোরহাটি মোড়ে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল, আরামবাগ থানার আইসি বরুণ কুমার ঘোষ সহ অন্যান্য পুলিশকর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ারা। পুলিশ ডে উপলক্ষে এদিন গৌরহাটি মোড়ে পথচলতি মানুষ থেকে শুরু করে বাইক আরোহী সহ সমস্ত গাড়ির চালকদের সেফ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে সচেতন করে আরামবাগ থানার পুলিশ প্রশাসন।

পুলিশ দিবস উপলক্ষে আরামবাগ এসডিপিও অফিস থেকে আরামবাগ ও তার আশপাশ থেকে হারিয়ে যাওয়া বেশকিছু মোবাইল পুলিশ উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেয়। আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল ও আরামবাগ থানার আইসি বরুণ কুমার ঘোষ হারিয়ে যাওয়া মোবাইল গুলি তুলে দেন। এ প্রসঙ্গে আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল বলেন, আজকে আমরা পুলিশ ডে পালন করলাম। এই পুলিশ ডে উপলক্ষে আজকে আমরা ২০ জন ব্যক্তি যাদের মোবাইল হারিয়ে গিয়েছিল সেরকম ব্যক্তিদের হাতে মোবাইল গুলি তুলে দিলাম।