এই মুহূর্তে জেলা

বন্যা দুর্গতদের পাশে দাড়ালো আরামবাগ পৌরসভা ও রেডক্রস।

আরামবাগ, ২৯ আগস্ট:- রবিবার আরামবাগ বয়েজ স্কুল মাঠের সামনে হ্যান্ডিক্যাপ ইস্কুলে আরামবাগ পৌরসভা ও রেডক্রসের পক্ষ থেকে স্বাস্থ্যশিবির ও বন্যার্তদের জন্য রেডক্রস বন্যার্তদের জন্য ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠান হয়ে গেলো। এই কর্মসূচিতে যোগ দিয়ে আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। সাংসদ অপরুপা পোদ্দার ত্রিপুরা প্রসঙ্গে বলেন, বিজেপির আচ্ছে দিনের স্লোগান টোটাল ফেলিয়র। ত্রিপুরার এসসি কোটায় সংরক্ষিত বিধান সভায় কোনও উন্নয়ন হয়নি। অথচ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবদেব যখন পশ্চিমবঙ্গে এলেন তখন যে হেলিপ্যাডে নামলো তা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নেই তৈরি। জন্ম থেকে মৃত্যু পযন্ত বাংলায় মা মাটি মানুষের সরকার রয়েছে। ত্রিপুরার সরকার মানুষের সাথে নেই।

ত্রিপুরার বিজেপি তৃনমুলকে ভয় পাচ্ছে। তাই তৃনমুলের ছাত্র নেতা থেকে শুরু করে মহিলা সাংসদ ও নেতৃত্বকে আক্রমণ করছে। তৃনমুল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেও মারধর করা হয়। এখন পযন্ত একজন মহিলা নিঁখোজ বলে দাবী করেন। ওখানকার পুলিশ নিরব দর্শক।যদি আইন শৃঙ্খলা না সামলাতে পারে তাহলে ত্রিপুরার মানুষের কাছে বিপ্লবদেবের ইস্তফা দেওয়া উচিত। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ত্রিপুরায় আমাদের সংগঠন নেই কে বললো। সংগঠনই যদি না থাকে তাহলে আমাদের ওপর আক্রমণ হচ্ছে কেন। আসলে তৃনমুলকে ভয় পাচ্ছে। সবমিলিয়ে এদিন আরামবাগে প্রায় শতাধিক মানুষকে বন্যা ত্রাণ দেওয়া হয় এবং স্বাস্থ্য শিবির পরিচালিত হয়।