কলকাতা, ২৬ আগস্ট:- রাজ্যকে আরো শিল্পবান্ধব করে তুলতে রাজ্য সরকার সব রকমের উদ্যোগ নিচ্ছে বলে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। বণিকসভা অ্যাসোচাম আয়োজিত ওয়েবিনারে যোগ দিয়ে তিনি বলেন, রাজ্যের বিনিয়োগকারীদের যেকোনো সমস্যা সমাধানের জন্য খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছে। শিল্প জগতের যে কোন রকম সমস্যার তাৎক্ষণিক সমাধান করবে ওই কমিটি।
বিনিয়োগকারী সংস্থাকে কখনোই সরকারি দপ্তরের লাল ফিতের ফাঁসে আটকাতে হবে না। শিল্প মন্ত্রী জানান শিল্প স্থাপন সহজতর করতে ইতিমধ্যেই রাজ্যে ইজ অফ ডুইং বিজনেস এবং এক জানালা ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়া বিদ্যুৎ সড়ক জল সরবরাহের মত শিল্পের সব ধরনের পরিকাঠামোকে ঢেলে সাজানো হয়েছে বলে পার্থ বাবু জানান। তিনি বলেন এর ফলে পশ্চিমবঙ্গ এখন দেশের সবথেকে আকর্ষনীয় বিনিয়োগ গন্তব্য।