জেলা এই মুহূর্তে

হাওড়ায় দুয়ারে সরকার ক্যাম্পে এসে অসুস্থ মহিলা। ভীড়ের চাপে বিশৃঙ্খলার অভিযোগ।

হাওড়া, ২৫ আগস্ট:- হাওড়ার চ্যাটার্জিহাটের কেদারনাথ স্কুলে দুয়ারে সরকার ক্যাম্পে এসে বুধবার দুপুরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মধ্যবয়স্কা এক মহিলা। দ্রুত অ্যাম্বুলেন্স করে তাঁকে পাঠানো হয় সরকারি হাসপাতালে। হাওড়ায় দুয়ারে সরকার ক্যাম্পগুলোতে প্রায় প্রতিদিনই মানুষের ভীড় বাড়ছে। বুধবার দুপুরে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকার সাঁত্রাগাছি কেদারনাথ ইনস্টিটিউশনের একটি ক্যাম্পে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে এক মহিলা আচমকাই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। হাওড়া পুরসভার অ্যাম্বুলেন্সে করে ওই মহিলাকে পাঠানো হয় দক্ষিণ হাওড়ার একটি সরকারি হাসপাতালে। পুলিশ সূত্রের খবর, হাওড়ার ওই ক্যাম্পে ভোর থেকেই লাইন পড়েছিল। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম তুলতে বহু মহিলা সেখানে এসেছিলেন। ভীড়ের কারণে মাঝেমধ্যেই সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল।

পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এরই মধ্যে দুপুরে আচমকাই ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন। এদিন ভোররাত থেকেই লাইন পড়া শুরু হয় সাঁতরাগাছির কেদারনাথ স্কুলে। বেলা বাড়তেই ক্যাম্পের সেই লাইন স্কুল চত্বর ছাড়িয়ে একদিকে শাস্ত্রী নরেন্দ্রনাথ গাঙ্গুলি রোড এবং অন্যদিকে মহেন্দ্র ভট্টাচার্য রোডের প্রায় এক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়ে যায়। অতিরিক্ত ভিড় হওয়ার দরুন বেলা বাড়তেই শুরু হয় চরম বিশৃঙ্খলা। ধৈর্য্য হারিয়ে লাইনে দাঁড়ানো মহিলারা বাঁশের ব্যারিকেড গলে আগে যেতে শুরু করেন। আর তখনই শুরু হয় ঝামেলা। ধাক্কাধাক্কি আর ঠাসাঠাসি শুরু হয় ক্যাম্প চত্বরে। লাইন ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন অনেকে। একাধিকবার বচসাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।