এই মুহূর্তে জেলা

ডাকাত সন্দেহে গ্রেপ্তারের প্রতিবাদে স্থানীয় মানুষের বিক্ষোভ গোঘাটে।

আরামবাগ, ২৬ আগস্ট:- ডাকাত সন্দেহে গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ এলাকার মানুষের। স্থানীয় মানুষের দাবী নিরীহ মানুষকে গ্রেফতার করে ডাকাতি ও অস্ত্র থাকার অভিযোগ এনে গোঘাট থানার পুলিশ গ্রেফতার করে আদালতে তোলে।অথচ যাদের গ্রেফতার করা হয়েছে তারা আদেও ডাকাত নয় বলে দাবী এলাকার মানুষের। এদিন ক্ষিপ্ত জনতা এদিন গোঘাটের কামারপুকুর থেকে বদনগঞ্জ রাস্তা অবোরধ করে।পুলিশের গাড়ির সামনে রীতিমতো আগুন জ্বালিয়ে বিক্ষোভ চলে।জানা গিয়েছে, মঙ্গলবার গোঘাটের পশ্চিমপাড়া অঞ্চল থেকে ডাকাত সন্দেহে ছয় জনকে গ্রেপ্তার করে গোঘাট থানার পুলিশ আরামবাগ মহকুমা আদালতে তোলে।এরই প্রতিবাদে গোঘাটের পশ্চিমপাড়া অঞ্চলের ভাতশালা এলাকায় টায়ার জ্বালিয়ে ব্যাপক বিক্ষোভ এলাকার সাধারণ মানুষের।

এলাকার মানুষের অভিযোগ,গোঘাট থানার পুলিশ সাধারণ মানুষকে তুলে নিয়ে গিয়ে ডাকাতি কেসে ফাঁসিয়েছে। এদিন এই জন্য পশ্চিমপাড়া অঞ্চলের সাধারণ মানুষের টায়ার জ্বালিয়ে পুলিশের গাড়ির সামনে বিক্ষোভ দেখায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এলাকায় একটি রাজনৈতিক উত্তেজনা ছিলো। তৃনমুল দুই গোষ্ঠীর মধ্যে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়।পাড়ার চায়ের দোকানে নাকি এলাকার মানুষ বসে চা খাচ্ছিলো তখন পুলিশ তাদের গ্রেফতার করে ডাকাতির সন্দেহে। এই ঘটনা জানাজানি হতেই ক্ষিপ্ত জনতা এদিন বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। এই বিষয়ে আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল জানান, এলাকার মহিলারা বিক্ষোভ দেখায়। বিষয়টি গুরুত্বসহ কারে দেখা হচ্ছে। তবে বেশ কিছুক্ষন পর বিক্ষোভ উঠে যায়।