এই মুহূর্তে কলকাতা

পুজোর মুখে সুখবর সূরা প্রেমীদের জন্য কমছে বিলিতি মদের দাম।

কলকাতা, ২৬ আগস্ট:- কর কাঠামোয় পরিবর্তনের জন্য উৎসবের মরশুমের আগেই রাজ্যে কমতে চলেছে বিলিতি মদের দাম।আগামী সেপ্টেম্বর মাস থেকেই মদের নতুন দর কার্যকর হতে পারে বলে খবর আবগারি দপ্তর সূত্রে। দেশে তৈরি বিলিতি মদের দাম ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে খবর। আবগারি দপ্তর সূত্রের খবর সংশোধিত কর কাঠামো অর্থ দপ্তরের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অর্থ সেই ছাড়পত্র মিললেই নতুন দাম কার্যকর হবে। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, দেশে তৈরি। তবে কর কাঠামো পরিবর্তনের জন্য দেশি মদের দাম কিছুটা বাড়তে পারে।

নতুন কর কাঠামো অনুযায়ী, হুইস্কি ও রামের ৭৫০ মিলিলিটার বোতলের দাম ১০ থেকে ২৫ শতাংশ কমতে পারে। গত বছরের এপ্রিল মাসে মদের উপর চেপেছিল ৩০ শতাংশ আবগারি কর। এরপর গত নভেম্বর মাসে লিটার প্রতি কর আরও কিছুটা বাড়ানো হয়। ৪০ থেকে ৫০ শতাংশ বেড়ে যায় মদের দাম। ১ এর জেরে বিক্রির পরিমাণ কমেছে। প্রতিবেশী রাজ্য থেকে চোরাপথে অপেক্ষাকৃত কম দামে মানুষের হাতে পৌঁছে যাচ্ছে বিলাতি মদের বোতল।তাই লোকসান কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।