এই মুহূর্তে জেলা

মৃতপ্রায় হনুমানকে উদ্ধার করে , তাকে সুস্থ করে তুলে দেওয়া হলো বনদপ্তরের হাতে।

হুগলি, ২৩ আগস্ট:- মৃতপ্রায় অসুস্থ এক হনুমানকে উদ্ধার করে চিকিৎসা করিয়ে বনদপ্তর এ নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিলেন শেওড়াফুলির বিশিষ্ট সমাজসেবী সুবীর ঘোষ। এদিন সকালে এলাকার ১১ নম্বর ওয়ার্ডের ওয়াটার পাম্পের পাশে হনুমান টিকে মৃতপ্রায় অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এলাকার মানুষরা ভাবে নিরীহ প্রাণীটি হয়তো মারা গেছে। খবর পৌঁছায় ১০ নম্বর ওয়ার্ডের পৌরসভার প্রশাসনিক মন্ডলের সদস্য সুবীর ঘোষের কাছে, উদ্বিগ্ন সুবীর বাবু চলে আসেন ঘটনাস্থলে। এলাকার যুবকদের নিয়ে শেওড়াফুলি থেকে গাড়ি করে অসুস্থ প্রাণীটিকে শ্রীরামপুর মাহেশের সরকারি পশু হসপিটালে নিয়ে আসেন। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা হনুমানটির চিকিৎসা শুরু করেন, ওষুধ ইনজেকশন সহ প্রয়োজনীয় খাবার তাকে দেয়া হয়। এরপরই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে অসুস্থ হনুমান। এখানেই শেষ নয় তাকে যাতে উপযুক্ত রক্ষণাবেক্ষণ করা যায় তার জন্য সুবীর বাবু বনদপ্তর এ খবর দেন।

এক ঘণ্টার মধ্যে ডানকুনি থেকে বনদপ্তর এর কর্মীরা হনুমানটিকে নিয়ে তাদের নিরাপদ আশ্রয়ে। এব্যাপারে বলতে গিয়ে সুবীর বাবু জানান যেভাবে আজ সকালে হনুমানটিকে দেখেছিলাম তাতে আমার খুবই কষ্ট হয়েছিল। নিরীহ জীবটি এইভাবে শেষ হয়ে যাবে ভেবে তাকে নিয়ে উপযুক্ত চিকিৎসা করিয়ে বনদপ্তর এ পৌঁছে দেবার ব্যবস্থা করেছি। এদিকে এ খবর এলাকায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা। তারা জানান এমনি মানুষ আমাদের সুবীরবাবু অর্থাৎ ভাইদা, যেকোনো মানুষের যেকোন বিপদে পড়লে তিনি সব সময় ছুটে যান তাদের পাশে রাজনীতির রং না দেখে। মানুষদের দাঁড়ান। সে অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দেওয়া হোক অথবা গরিব মানুষের মেয়ের বিয়ে বা মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনা সব সময় তাকে পাওয়া যায়, আর এই কাজটা তিনি দীর্ঘদিন ধরে করে আসছেন। প্রকৃত সমাজসেবী বলতে যা বোঝায় তা আমাদের সুবীর ঘোষ।