হাওড়া, ২৩ আগস্ট:- মদের আসরে টাকাপয়সা চাওয়াকে কেন্দ্র করে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করল বেশ কয়েকজন। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে শিবপুর শ্মশানঘাট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। আহত যুবকের নাম মহম্মদ সোনু (২০)। তিনি শিবপুরের কাউসঘাট রোডের বাসিন্দা। ওই যুবককে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত নেশা করতেন ওই যুবক। রবিবার রাত ১০টা নাগাদ শিবপুর থানা থেকে ওই যুবকের বাড়িতে খবর পাঠায় পুলিশ। খবর পেয়ে পরিবারের লোকেরা হাওড়া জেলা হাসপাতালে গেলে এই ঘটনার কথা জানতে পারেন।
কি কারণে এবং কে বা কারা এই ঘটনা ঘটালো তা তদন্ত করে দেখছে পুলিশ। খুনের চেষ্টার অভিযোগে এই ঘটনায় জড়িতদের খোঁজ চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, শুক্রবার রাতে হাওড়ার শিবপুর থানা এলাকায় টাকা পয়সায় চাওয়া ও নেশার ট্যাবলেট নিয়ে বচসাকে কেন্দ্র করে এক যুবককে খুন করা হয়। ঘটনায় গ্রেপ্তার হয় চারজন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার একই ধরনের ঘটনা ঘটলো হাওড়া শিবপুর থানার অন্তর্গত শ্মশানঘাট এলাকায়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।