সুদীপ দাস, ২২ আগস্ট:- বাংলা ভাগকে কোনভাবেই সমর্থন করি না। এ বাংলা আমাদের, এ বাংলা আবেগের বাংলা। রাখি বন্ধনের দিনে এভাবেই বিজেপি সভাপতি দিলীপ ঘোষের উল্টো সুর শোনা গেল বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জীর গলায়। রবিবার সকালে হুগলীর চুঁচুড়ায় বিজেপির জেলা অফিসে এসে দলের রাখি বন্ধন উৎসবে সামিল হন লকেট চ্যাটার্জী। সেখানে দলীয় কর্মীদের পাশাপাশি পথচলতি মানুষদের হাতে রাখি পড়িয়ে দেন সাংসদ। মাসখানেক আগে বিজেপি সাংসদ জন বার্লা প্রথম বাংলা ভাগের প্রসঙ্গ তোলেন।
যা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতিতে। পরিস্থিতিতেশামাল দিতে ময়দানে নামে বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। সকলেই জানিয়ে দেয় বাংলা ভাগের মন্তব্য সম্পূর্ন জন বার্লার ব্যাক্তগত মন্তব্য। বিজেপি সেই মন্তব্যকে সায় দেয়না। কিন্তু গতকাল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বঙ্গভঙ্গ নিয়ে জন বার্লার মন্তব্যতেই সিলমোহর দেন। যা নিয়ে পুনরায় তোলপাড় শুরু হয়েছে। এবিষয়ে হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী বলেন দিলীপ বাবু কি বলেছেন আমি জানি না। তবে আমরা কোমভাবেই বাংলা ভাগ হতে দেবো না। এ বাংলা আবেগের বাংলা, এ বাংলা আমাদের বাংলা। বাংলাভাগ আমরা কোনদিনই হতে দেবো না।