এই মুহূর্তে জেলা

হাওড়ার সর্বত্র তৃণমূলের উদ্যোগে রাখীবন্ধন কর্মসূচি। বেলুড়ে তৃণমূল বিধায়কের উদ্যোগে পালিত হলো রাখীবন্ধন।

হাওড়া, ২২ আগস্ট:- হাওড়ার বেলুড় বাজার এলাকায় জি টি রোডে রবিবার রাখীবন্ধন উৎসব পালিত হয়। তৃণমূল বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়। পথচলতি মানুষ থেকে শুরু করে গাড়িচালক, রাস্তায় ডিউটিরত ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে বিধায়ক নিজের হাতে রাখী পরিয়ে দেন। এদিন রানা চট্টোপাধ্যায় বলেন, এই রাখীবন্ধন যেন ভ্রাতৃত্বের বন্ধন হয়। সম্প্রীতির রাখীবন্ধন হয়। সৌহার্দ্যের রাখীবন্ধন হয়। আমরা সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে যেন হাতে হাত রেখে এগিয়ে চলতে পারি এটাই হোক আমাদের বার্তা।

এদিন সকালে হাওড়ায় বিভিন্ন এলাকায় তৃণমূলের উদ্যোগে রাখীবন্ধন উৎসবের আয়োজন করা হয়। মন্ত্রী অরূপ রায় বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন হাওড়ার ৩৪ নম্বর ওয়ার্ড তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে সাঁঝের আটচালার মোড়ে রাখীবন্ধন উৎসব পালিত হয়। এদিন সকালে হাওড়ার ২৮ নম্বর ওয়ার্ড তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে রাজবল্লভ সাহা লেনে এক রাখীবন্ধন কর্মসূচি নেওয়া হয়। সেখানে শিশুদের হাতে মাস্ক এবং স্যানিটাইজার তুলে দেওয়া হয়। এছাড়াও এদিন মধ্য হাওড়ার ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বনাথ দাসের উদ্যোগে কাসুন্দিয়া শিবতলা প্রাঙ্গণে এক রাখীবন্ধন উৎসব পালিত হয় মহাওড়া জেলায় সর্বত্রই বিভিন্ন জায়গায় সাড়ম্বরে এই উৎসব এদিন পালিত হয়।