এই মুহূর্তে কলকাতা

এখন থেকে পরিবারের একজনকে কোভিড বীমার সুবিধা দেওয়ার সিদ্ধান্ত।

কলকাতা, ১৯ আগস্ট:- রাজ্য সরকার এখন থেকে পরিবারের একজনকেই কোভিড বীমার সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে একই পরিবারের একাধিক ব্যাক্তি করনায় সংক্রমিত হয়ে মারা গেলে কেবলমাত্র একজনই তার ক্ষতিপূরন পাবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য গত বছরের মার্চ মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সারির কোভিড যোদ্ধাদের জন্যে এই বীমা ঘোষনা করার পরে প্রায় ৩০ হাজার মানুষ ক্ষতিপূরন চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন। তার প্রেক্ষিতেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।