কলকাতা, ১৮ আগস্ট:- রাজ্যে বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত রুপায়ন সহ বিভিন্ন দাবিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নীতি আয়োগ এর কাছে রাজ্যের প্রতিনিধিদল পাঠাচ্ছেন। ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্রুত রূপায়নের পাশাপাশি, সুন্দরবন ও দিঘার জন্য আলাদা মাস্টার প্ল্যান তৈরি, ডিভিসির বাঁধ গুলির সংস্কার, ফারাক্কা ব্যারেজের সংস্কার, গঙ্গা ভাঙ্গন প্রতিরোধের মত ছয় দফা দাবি নিয়ে রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র ও জল সম্পদ মন্ত্রী মানস ভুঁইয়া নীতি আয়োগ এবং কেন্দ্রীয় সেচ মন্ত্রকের দ্বারস্থ হবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
নবান্নে আজ রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠকের পর তিনি দাবি করেন ডিভিসির বাঁধ সংস্কারের অভাবেই রাজ্য বারবার বন্যা জনিত দুর্দশা ভোগ করছে। রাজ্য সরকার প্লাবন ঠেকাতে সাড়ে তিন কোটি পুকুর খুড়েছে। সাড়ে পাঁচশ কোটি টাকার চেক ড্যাম তৈরি করা হয়েছে। নিম্ন দামোদর অববাহিকায় সার্বিক বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজ চলছে কিন্তু ডিভিসির বাঁধ গুলো সংস্কার না করা হলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে তিনি মনে করেন। পাশাপাশি ঘাটাল সহ বিভিন্ন এলাকারবন্যা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দপ্তরের সমীক্ষা চলবে বলে তিনি জানিয়েছেন।