হুগলি, ১৮ আগস্ট:- গতকাল সারা রাজ্যের বিভিন্ন পৌরসভা গুলির প্রশাসনিক পদে ব্যাপক রদবদল হয়েছে। হুগলির শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুবীর ঘোষের নাম প্রশাসনিক মন্ডলীর তালিকা থেকে বাদ গিয়েছিল, এর ফলে এলাকায় তৃণমূল কর্মীদের মধ্যে হতাশা নেমে এসেছিল। তাদের বক্তব্য শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর সুবীর ঘোষ একজন প্রকৃত সমাজসেবী। দলমত নির্বিশেষে এলাকার যে কোন ব্যাপারে ২৪ ঘন্টা মানুষের পাশে থাকেন। সামাজিক অনুষ্ঠান হোক বা খেলাধুলা সব ব্যাপারে এগিয়ে আসেন তিনি। গত গত বছর থেকে করোনার যে মহামারী চলছে তাতে সামনের সারিতে দাঁড়িয়ে সেবামূলক কাজে যুক্ত ছিলেন। নিজের পকেটের অর্থ ব্যয় করে প্রতিদিন হাজার হাজার নিরন্ন
মানুষের মুখে অন্ন তুলে দিয়েছিলেন। যেকোনো উৎসব পূজা-পার্বণে গরিব মানুষদের পাশে তিনি সর্বদাই থাকেন। আর তার এই বাদ যাওয়াকে ভালো ভাবে মেনে নেয়নি তৃণমূলের তৃণমূল স্তরের কর্মীরা। এই খবর দলের উপরতলার নেতৃত্বের গোচরে এলে গতকাল রাতেই আবার তাকে প্রশাসক মন্ডলীর সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে। এই খবর এদিন সকালে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকাবাসীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। তারা বারবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন আমাদের দিদির সব সময় আমাদের পাশে থাকেন। প্রকৃত কাজের মানুষের পাশে থাকেন। তিনি সুবীরবাবুর মতন প্রকৃত কাজের লোককে আবার যে পুরসভার প্রশাসক মন্ডলীতে ফিরিয়ে আনা এনেছেন তার জন্য আমাদের মতন হাজার হাজার তৃণমূল কর্মীরা আবারো দিদিকে সেলাম জানাচ্ছে।