এই মুহূর্তে কলকাতা

নির্মল গ্রামের আরো এক হাজার গ্রাম পঞ্চায়েতে আবর্জনা শোধন কেন্দ্র গড়বে পঞ্চায়েত দপ্তর।

কলকাতা, ১৬ আগস্ট:- গ্রামবাংলা কে আরও পরিচ্ছন্ন ও নির্মল করে তুলতে উদ্যোগী হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের অন্তত এক হাজার গ্রাম পঞ্চায়েতে নিজস্ব আবর্জনা পরিশোধন কেন্দ্র তৈরি করার উদ্যোগ নিয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর শহর লাগোয়া গ্রামাঞ্চলে প্লাস্টিক, কাঁচ জাতীয় অজৈব আবর্জনা তৈরি হওয়ার পরিমাণ প্রত্যন্ত গ্রামাঞ্চলের তুলনায় অনেক বেশি। সেই কারণে আবর্জনা পরিশোধন কেন্দ্র গড়ে তোলার জন্য এই ধরনের শহর লাগোয়া গ্রাম পঞ্চায়েত গুলিকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হচ্ছে। রাজ্যে ৩৩৪১ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এজন্য ১ হাজার শহর ও মফস্বল লাগোয়া গ্রাম পঞ্চায়েতকে চিহ্নিত করা হয়েছে। যেখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট তৈরি করবে পঞ্চায়েত দপ্তর।

মূলত দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের মত জেলাগুলিতে এ ধরনের বেশিরভাগ কেন্দ্র তৈরি করা হবে। যার এক একটি প্লান্ট তৈরি করতে প্রাথমিক খরচ ১০ থেকে ২০ লক্ষ টাকা। নতুন আবর্জনা পরিশোধনাগার তৈরি করার পাশাপাশি ইতিমধ্যেই তৈরি হওয়া এ ধরনের প্রকল্প গুলির আকার-আয়তন বাড়ানোর ওপর জোর দিচ্ছে রাজ্য সরকার। ২০১৬ সালে পূর্ব বর্ধমানের বহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতে এই ধরণের একটি প্লান্ট তৈরি করা হয় পাইলট প্রকল্প হিসেবে। ওই গ্রাম পঞ্চায়েত তো বটেই আশপাশের এলাকা আবর্জনা মুক্ত করতে আশাতিত সাফল্য পাওয়া গেছে ওই প্রকল্প থেকে। তাই সম্প্রতি পঞ্চায়েত দপ্তরের প্রকল্পকে সম্প্রসারণ করার নির্দেশ দিয়েছে। একইরকম ভাবে বর্ধমান ও হাওড়া গ্রামীণ এলাকায় বেশ কিছু প্রকল্প সম্প্রসারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।