মহেশ্বর চক্রবর্তী, ১৬ আগস্ট:- আবারও মানবিক মুখ গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদারে। দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফ্রম তুলতে এসে অসুস্থ হয়ে পড়ে একজন মহিলা। কোমরে চোট পান।তা দেখে তড়িঘড়ি গোঘাটের বিধায়ক নিজে অ্যাম্বুলেন্স ডেকে স্টেচারে করে হাসপাতালে ভর্তি করেন। অসুস্থ ওই মহিলার নাম রেবা রায়। বাড়ি কামারপুকুরের লাহাবাজার এলাকায়। জানা গিয়েছে, গোঘাট দু’নম্বর ব্লকের কামারপুকুর কলেজে দুয়ারের সরকার চলাকালীন লক্ষীর ভান্ডার প্রকল্পের লাইনে দাঁড়িয়ে থাকাকালীন মহিলাটি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
তাকে তড়িঘড়ি হসপিটালে নিয়ে আসেন মানস মজুমদার এবং নিজে দাঁড়িয়ে থেকে চিকিৎসা ব্যবস্থা করেন। এই বিষয় গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার জানান, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো সকলের কর্তব্য। লক্ষ্মীর ভান্ডার ফ্রম তুলতে এসে অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন সব কিছু ঠিক আছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আরও টেবিল বাড়ানোর জন্য বিডিও ও প্রধানের সঙ্গে কথা বলেছি। ভিড় কমানোর জন্য টেবিল বাড়াতে হবে। আমরা সুশৃঙ্খল ভাবে দুয়ারে সরকার কর্মসূচি করছি। সবমিলিয়ে প্রাক্তন বিধায়ক মানস মজুমদারের এই মানবিক মুখের প্রশংসা করে এলাকার মানুষ।