এই মুহূর্তে জেলা

১৮ ই আগষ্ট থেকে ভক্তদের জন্য খুলছে কামারপুকুর মঠ ও মিশন।


মহেশ্বর চক্রবর্তী, ১৬ আগস্ট:- অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভক্তদের জন্য খুলতে চলছে হুগলি জেলার গোঘাটের কামারপুকুর মঠ ও মিশন। ১৮ই আগষ্ট থেকে ভক্তদের জন্য খুলছে কামারপুকুর মঠ ও মিশন। জানা গিয়েছে, ১৮- ০৮- ২০২১ তারিখ বুধবার থেকে রামকৃষ্ণ মঠ,কামারপুকুর দর্শনার্থীদের জন্য খোলা হবে। দর্শনের সময় সকাল ৮.৩০ মিনিট থেকে ১১.০০ মি পযন্ত এবং বিকাল ৪.০০ মিনিট থেকে ৬.০০ মিনিট পযন্ত। করোনার প্রকোপের জন্য কিছু নিয়ম পালনের বার্তা দেওয়া হয় মঠ কর্তৃপক্ষের তরফে। নোটিশ দিয়ে জানানো হয় যে ১) মঠে প্রবেশ করতে হলে অবশ্যই মাক্স ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে, ২) সাষ্টাঙ্গ প্রনাম ও বসে প্রনাম সম্পুর্ন নিষিদ্ধ, সামাজিক দুরত্ব (ছয় ফুট) বজায় রেখে দাঁড়িয়ে প্রনাম করে বেড়িয়ে এসে অন্যদের দর্শনের সুযোগ করে দিতে হবে,৩)

সরকারি করোনা সংক্রান্ত অন্যান্য নিয়মাবলি অবশ্য পালন করতে হবে, ৪) মঠের ভিতর ঘুরে বেড়ানো এবং যেখানে সেখানে হাত দিয়ে স্পর্শ করা যাবে না, ৫) কোনও স্থানে বসা বা ধ্যান করা স্থগিত রাখা হয়েছে, ৬) শিব মন্দিরে প্রবেশ না করে মন্দিরের সন্মুখে দাঁড়িয়ে দর্শন ও প্রনাম করতে হবে। এই বিষয়ে কামারপুকুর মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী লোকোত্তর নন্দজী মহারাজ জানান, স্বাস্থ্য বিধি মেনে আগামী ১৮ -০৮-২০২১ তারিখ থেকে কামারপুকুর মঠ খোলা হবে। করোনার প্রকোপ থাকায় পুর্নার্থীদের বিধি নিষেধ পালন করতে হবে। কোভিড বিধি মেনেই ভক্ত এবং সাধারণকে ঢুকতে হবে। মাস্ক অবশ্যই পরতে হবে, স্যানিটাইজেশন করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আপাতত এই ভাবেই কামারপুকুর মঠ পুনরায় খুলতে চলেছে।