এই মুহূর্তে জেলা

রিষড়া পৌরসভার উদ্যোগে খেলা দিবস পালন।

তরুণ মুখোপাধ্যায়, ১৬ আগস্ট:- রিষড়া পৌরসভার উদ্যোগে খেলা দিবস উপলক্ষে স্থানীয় লেলিন মাঠে মুখ্যমন্ত্রী একাদশ বনাম পুরমন্ত্রী একাদশের মধ্য প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হলো। সুধীর কর্মকার এর নেতৃত্বে মুখ্যমন্ত্রী একাদশ ২-১ গোলে পুরমন্ত্রী একাদশকে হারিয়ে আজকের খেলায় চ্যাম্পিয়ন হয়। ব্যাপারে বলতে গিয়ে রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিস্র জানান আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ই আগস্ট দিনটিকে খেলা দিবস হিসেবে ঘোষণা করেছেন প্রতি বছর এই দিনটি খেলা দিবস হিসেবে পালন করা হবে ফলে বাংলার ক্রীড়া ক্ষেত্রে নুতন দিগন্ত খুলে যাবে। এছাড়াও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলা জুড়ে নানা উন্নয়নমূলক প্রকল্প গুলির কাজ শুরু হয়ে গেছে নির্বাচনের আগে দুয়ারের সরকারের প্রথম পর্যায়ের কাজ সমাপ্ত হয়েছে এবং আজ থেকে দুয়ারের সরকারের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়ে গেল এই প্রকল্পের মধ্যে লক্ষী ভান্ডার নামে যে নতুন প্রকল্পটি মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছেন তাতে বাংলার মহিলারা উপকৃত হবেন।

মুখ্যমন্ত্রীর একাদশের অধিনায়ক সুধীর কর্মকার জানান এই ১৬ই আগস্ট দিনটি খেলা দিবস হিসেবে মুখ্যমন্ত্রীর ঘোষণা করে বাংলার খেলায় আরো বেশি করে যুব সমাজকে মাঠমুখী করবে। তিনি আক্ষেপ করে বলেন এই দিনটি অনেক আগেই ঘোষণা করা উচিত ছিল কারণ এই দিনেই ইডেন গার্ডেনে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচকে ঘিরে যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল তাতে বেশকিছু ক্রীড়াপ্রেমী যুবকদের প্রাণ ঝরে গিয়েছিল আজকের খেলা দিবসের এই খেলাকে ঘিরে প্রচুর দর্শক মাঠে সমাগম হয়েছিল। দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রায় সবাই কোনো না কোনো সময়ে কলকাতা মাঠ কাঁপিয়ে ছিলেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান, কো-অর্ডিনেটর মনোজ গোস্বামী, কো-অর্ডিনেটর শুভজিৎ সরকার, কো-অর্ডিনেটর অভিজিৎ দাস, কো-অর্ডিনেটর কৌশিক মুখার্জী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের পুর অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় ছিলেন রিষড়া পুরসভার আধিকারিক তাপস ঘোষ।