এই মুহূর্তে জেলা

আজ হাওড়াতেও সাড়ম্বরে পালিত হচ্ছে দেশের ৭৫তম স্বাধীনতা দিবস।

হাওড়া, ১৫ আগস্ট:- আজ রবিবার দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন সকাল থেকেই হাওড়াতেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে হাওড়া পুরসভায় জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া পুরসভায় পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অরূপ রায়। উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য ভাস্কর ভট্টাচার্য, পুরসভার কমিশনার ধবল জৈন সহ অন্যান্য আধিকারিকরা। এদিন মন্ত্রী এখানে জাতীয় পতাকা উত্তোলনের পর পুরসভার আরও দুটি অনুষ্ঠানে অংশ নেন। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে উৎসর্গীকৃত হাওড়া পৌরনিগমের কেন্দ্রীয় কার্য্যালয়ের ঐতিহ্যবাহী টাউন হলে অবস্থিত ও নবরূপে নির্মিত প্রণব মুখোপাধ্যায়ের নামাঙ্কিত সভাকক্ষের দ্বারোদঘাটন করেন অরূপ রায়। এছাড়াও মন্ত্রী হাওড়া পৌরনিগম প্রাঙ্গনে স্থাপিত সবুজ বাংলা উদ্যানের উদ্বোধন করেন।

অরূপ রায় বলেন, অত্যাচারী ব্রিটিশ শাসনের হাত থেকে যে বিপ্লবীরা দেশকে মুক্ত করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন সেই বীর বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানাই। এদিন স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হয় হাওড়া জেলাশাসকের কার্য্যালয়েও। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক মুক্তা আর্য। হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবেও সাড়ম্বরে প্রতি বছরের মতো এদিন সকালে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ক্লাবের সভাপতি মেঘদূত রায়। উপস্থিত ছিলেন সম্পাদক দেবাশিস দাস সহ ক্লাবের সদস্যরা। অন্যদিকে, এদিন সকালে হাওড়া স্পোর্টস অ্যান্ড জয় সংস্থার তরফ থেকে “ফাইট ফর ফ্রিডম ফ্রম করোনা ও রান ফর ফ্রিডম ফ্রম করোনা” শীর্ষক এক রানের আয়োজন করা হয়। প্রাক্তন কাউন্সিলর তৃণমূল নেতা শৈলেশ রাই এর শুভ সূচনা করেন। প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে এই রান কাজীপাড়ায় এসে শেষ হয়।