এই মুহূর্তে জেলা

বিজেপির মহিলা মোর্চার আইন অমান্য হাওড়ায়। পুলিশের ব্যারিকেড ঠেলে ধস্তাধস্তি।

হাওড়া , ১২ আগস্ট:- বাংলায় নারীদের মর্যাদা ফিরিয়ে আনা, গণতন্ত্র রক্ষা এবং বাংলাকে বাঁচানোর দাবিতে বৃহস্পতিবার বিকেলে ভারতীয় জনতা মহিলা মোর্চা হাওড়া সদরের ডাকে এক অবস্থান বিক্ষোভ ও আইন অমান্য কর্মসূচি নেওয়া হয়। হাওড়া ময়দান বঙ্কিম সেতুর ফ্লাইওভারের নীচে হাওড়া পুরনিগমের বিপরীতে জমায়েতের পর এদিন মিছিল শুরু হয়। হাওড়া জেলা সদর বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী দূর্গাবতী সিং, ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সহ সভানেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সহ মহিলা মোর্চার সদরের নেতৃত্ব মিছিল নিয়ে এগোতে গেলে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়।

সেখানে বিজেপি মহিলা মোর্চার সমর্থকদের সঙ্গে মহিলা পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পরে মহিলা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির মহিলা কর্মী এবং বিজেপি কর্মী সমর্থকদের পরিবারের মহিলাদের উপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদ জানান মহিলা মোর্চার সমর্থকেরা। এদিন মহিলা মোর্চার সদস্যরা সেখানে বিক্ষোভ দেখান। পুলিশের দেওয়া ব্যারিকেড ধরে ধাক্কাও দিতে দেখা যায় বিজেপির মহিলা কর্মীদের।