এই মুহূর্তে কলকাতা

মুকুল পত্নীকে দেখতে হাসপাতালে অভিষেক , পাশে থাকার আশ্বাসে ফিরল দলবদলের জল্পনা।

কলকাতা , ২ জুন:- মুকুল রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আবার জল্পনা উস্কে দিয়ে নিয়ে তাঁর করোনা আক্রান্ত স্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় কলকাতার ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে পৌঁছে যান অভিষেক। যেখানে বিগত বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা দেবী। সেখানে মকুলজায়ার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন তৃণমূল যুব সভাপতি। যদিও দলের তরফে একে নিছক সৌজন্য বলে দাবি করা হয়েছে। কিন্তু তাতে জল্পনা থামছে না। বিধানসভা ভোটের পরেই মুকুল রায় তৃণমূল প্রত্যাবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছিল। মুকুল নিজে বিবৃতি দিয়ে বিজেপিতে থেকে যাওয়ার কথা জানিয়ে কোনভাবে সেই জল্পনাকে ধামাচাপা দেন। কিন্তু সম্প্রতি সামাজিক মাধ্যমে বিজেপির কিছু সমালোচনা পোস্ট করে নতুন করে বিতর্ক উস্কে দেন মুকুল পুত্র শুভ্রাংশু। পিতা-পুত্রের তৃণমূলের প্রত্যাবর্তন নিয়ে ফের জল্পনা শুরু হয়।

এ দিনের ঘটনা তাতে আরো হাওয়া যুগিয়েছে। পারিবারিক সূত্রে খবর কয়েকদিন আগে করোনা আক্রান্ত হন মুকুল রায় ও তাঁর স্ত্রী। দুজনেই ভর্তি ছিলেন হাসপাতালে। মুকুলবাবু সুস্থ হয়ে বাড়ি ফিরলেও তাঁর স্ত্রী এখনো চিকিৎসাধীন। বুধবার সন্ধ্যায় তাঁকে দেখতে হাসপাতালে যান অভিষেক। বিধানসভা নির্বাচনের পর থেকেই মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়। বেশ কিছুদিন জল্পনা চলার পর বিবৃতি দিয়ে তার অবসান ঘটানোর চেষ্টা করেন মুকুল। জানান, ‘বিজেপির সৈনিক হিসাবেই কাজ করবেন তিনি। তার পর কিছুদিন বিষয়টি ধামাচাপা পড়লেও সম্প্রতি ফের উসকে ওঠে মুকুলপুত্র শুভ্রাংশুর ফেসবুক পোস্টে। ফেসবুক পোস্টে দলীয় নেতৃত্বের সমালোচনা করে শুভ্রাংশু লেখেন, বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা সরকারের সমালোচনার আগে আত্মসমালোচনা প্রয়োজন।’ এর পরই ফের প্রশ্ন উঠতে শুরু করে তবে কি তৃণমূলে ফিরতে চলেছেন শুভ্রাংশু। সেই জল্পনার কোনও জবাব দেননি পিতা-পুত্র। তারই মধ্যে অভিষেকের সফর বীজপুরের রায়বাড়ির সঙ্গে কালীঘাটের বন্দ্যোপাধ্যায় বাড়ির যোগসূত্র তৈরির চেষ্টা বলে মনে করছেন অনেকেই।