এই মুহূর্তে জেলা

রাস্তা থেকে বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হল আগুনের বস্তু , আতঙ্ক হাওড়ার শিবপুরে।


হাওড়া , ৮ জুলাই:- কাকভোরে রাস্তা থেকে বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হল আগুনের বস্তু। তীব্র আতঙ্ক হাওড়ার শিবপুরে। শরিকি ‘বিবাদে’র জেরে বাইরে থেকে দাহ্য বস্তু ছুঁড়ে বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করা হয় বলে এই ঘটনায় অভিযোগ উঠেছে। রবিবার ভোরে হাওড়ার শিবপুর থানা এলাকার নবীন সেনাপতি লেনে ওই ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয় বাড়িতে থাকা একটি মোটর বাইক। এই ঘটনায় বেশ কিছু পুরনো জিনিসপত্র পুড়ে যায় বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি। কেন দাহ্য বস্তুতে আগুন লাগিয়ে বাড়ির মধ্যে ফেলা হলো তা তদন্ত প্রাথমিক তদন্তে করছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায় এক ব্যক্তি হেলমেট পরা অবস্থায় বাড়ির ভিতরে আগুনের কিছু বস্তু ছুঁড়ে দিচ্ছেন। এতেই ওই বাড়ির কিছু জিনিস আগুনে পুড়ে যায়। তবে ভাগ্যক্রমে পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পান।

পরিবারের সদস্য সব্যসাচী মন্ডল বলেন, ঘরের ভিতর ঘুমোচ্ছিলাম। ফোনে চার্জ ছিল না। ফোন অফ ছিল। সকালে হঠাৎই বাবার ডাকে ঘুম ভেঙে যায়। উঠে দেখি আগুন জ্বলছে। ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। কে করেছে সেটা না জানলেও সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন লোক এসে বাইরে থেকে কোনও দাহ্য বস্তুতে আগুন লাগিয়ে বাড়ির ভিতরে ছুঁড়ে দিয়ে চলে যায়। সেখানে বাইক, পুরনো জিনিসপত্র পুড়ে যায়। এলাকার বাসিন্দারা তা দেখে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ভিতরে বোমার মতো কিছু একটা জিনিস পড়ে ছিল যেটা পুলিশ বাজেয়াপ্ত করেছে। সম্পত্তি নিয়ে পারিবারিক অশান্তির জেরে আমাদের প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। প্রতিবেশী অরিজিৎ মুখার্জী জানান, সকালে ওই বাড়িতে আগুন দেখতে পান তাঁরা। বাড়ির মালিককে ফোন করে তাঁরাই বিষয়টি জানান। এরপর বাড়ির ছাদ থেকে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিভাবে আগুন লেগেছে তা তাঁরা জানেন না।