এই মুহূর্তে কলকাতা

গাছ কেটে কাঠ চুরি রুখতে ৭০ টি টাস্ক ফোর্স গড়ে তোলার পরিকল্পনা বন দপ্তরের।

কলকাতা, ৬ আগস্ট:- বনদপ্তর জঙ্গলের ভিতরে নদী থেকে পাথর চুরি বন্ধ করতে বিশেষ টাস্কফোর্স গড়ে ‌তোলার পরিকল্পনা নিয়েছে। বনদপ্তর সূত্রে জানা গেছে,শুধুমাত্র উত্তরবঙ্গে এই টাস্কফোর্স গড়ে তোলা হবে। মোট সত্তরটি টাস্কফোর্স গঠিত হবে এবং প্রতিটি বাহিনীতে পাঁচজন করে সদস্য থাকবেন। এছাড়া গাছ কেটে কাঠ চুরি রুখতে এখন থেকে নতুন যে গাছ লাগানো হবে প্রত্যেকটি গাছে নম্বর দেওয়া থাকবে। নির্দিষ্ট সময়ের আগে সেই গাছ কাটা হলে তা সহজেই ধরা পড়বে বলে বনদপ্তর সূত্রে আরও জানা গেছে। এদিকে বনদপ্তর রাজ্যজুড়ে চন্দন কাঠের গাছ লাগাবার পরিকল্পনা নিয়েছে। রাজ্যের বনাঞ্চলগুলিতে যেসব খালি জমি রয়েছে সেখানে এই গাছ লাগানো হবে। এর জন্য উপযুক্ত জমি চিহ্নিত করতে বনদপ্তরের এক বিশেষ পর্যবেক্ষক দল বিভিন্ন জেলায় সমীক্ষা এবং মাটি পরীক্ষা করবে।