এই মুহূর্তে জেলা

কলকাতা পুলিশের লোগো ও আইপিএস দের ছবি ব্যাবহার করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দ্বাদশ শ্রেণীর ছাত্র।

হাওড়া , ৬ আগস্ট:- কলকাতা পুলিশের লোগো, ইন্টারনেট থেকে নেওয়া উচ্চপদস্থ আইপিএস অফিসারদের ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগে বালির নিশ্চিন্দা থেকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয় অঙ্কিত সিং নামের ওই যুবক। নিজের ভুয়ো পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার রাতেই বালির নিশ্চিন্দা থানা এলাকার পূর্ব সাঁপুইপাড়া থেকে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হন অঙ্কিত। ধৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, অঙ্কিত উত্তরপাড়ার একটি ইংরেজি মাধ্যমের দ্বাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্র। নিম্ন নিম্নবিত্ত পরিবারের জ্যেষ্ঠ সন্তান অঙ্কিত। তাঁর বাবা হাওড়া সবজি বাজারের গুড ডেলিভারি এজেন্টের কাজ করেন। মা গৃহবধূ। তিনি সেলাইয়ের কাজ করেন। ছোট ভাইও পড়াশুনা করে। বৃহস্পতিবার রাতে অঙ্কিতের গ্রেফতারের খবর পেয়ে বিস্মিত হন তার পরিবার এমনকি তাদের প্রতিবেশীরাও।