এই মুহূর্তে জেলা

জয়েন্ট এন্ট্রান্সে ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম খরদার পাঞ্চজন্য।

খরদা , ৬ আগস্ট:- খরদা ডাঙ্গাপাড়া বড়তলা অঞ্চলের বাসিন্দা পাঞ্চজন্য দে চলতি বছর জয়েন্ট এন্ট্রান্সে ইঞ্জিনিয়ারিং বিভাগে পশ্চিমবঙ্গের প্রথম স্থান অধিকার করেছে রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র পাঞ্চজন্য দে। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছেলে বলেই পরিচিত পাঞ্চজন্য। তার এই সাফল্যে খুশি পরিবার সহ তার স্কুলের শিক্ষকরা। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখনো কোনো কিছু ঠিক করেনি পাঞ্চজন্য। তবে তার বাবা জানালেন ছেলের সিদ্ধান্ত অনুযায়ী ঠিক হবে তার ভবিষ্যৎ। দ্বিতীয় হয়েছেন সৌম্যজিৎ দত্ত। তিনি বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র। তৃতীয় হয়েছেন ব্রতীন মণ্ডল। শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র তিনি। প্রসঙ্গত, এবছর অতিমারীর কারণে পিছিয়ে গিয়েছিল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। গত ১৭ জুলাই হয়েছিল রাজ্যে জয়েন্ট। পরীক্ষার ২০ দিনের মাথায় এবারের ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।