হুগলি,৫ মার্চ:- দীর্ঘ ১o বছরের ঝড়ঝাপটা ও টালবাহানার পর অবেশেষে নতুন রুপে জনসমক্ষে আনা হলো শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। বৃহস্পতিবার কোন্নগরে ১২ বিঘার এই বাগান বাড়িটির অনানুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। কোন্নগর পৌরসভার পৌরপিতা বাপ্পাদিত্ত্ব চ্যাটার্জি। কোন্নগর জিটি রোড ২০১০ সালে হেরিটেজ ঘোষনা হবার পরও এই জায়গাটি প্রোমোটারের হাতে চলে যায়। কিন্তু কোন্নগর পৌরসভা এই প্রোমোটিং বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জায়গাটিকে পুনরুদ্ধারে নামে। প্রায় এক দশক দীর্ঘ লড়াই এর পর অবেশেষে প্রায় তিন কোটি ব্যায়ে বাগান বাড়িটিকে সংস্কার করা হলো । এদিন সাংসদ কল্যান বন্দোপাধ্যায় বলেন প্রোমোটার চক্রের হাত থেকে এই জায়গাটিকে এই ভাবে দিতে পেয়ে ভারত বিখ্যাত এই শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরকে সন্মান জানাতে পারলাম।এর জন্য আমরা প্রচুর লড়াই করেছি একটি বড় দুষ্ট চক্র এই লড়াইয়ে মদত দিয়েছিল , কিন্তু ভাল কাজ করছি তাই ওদের এই প্রচেষ্টা ব্যার্থ হয়েছে।ভবিষ্যতে এখানে একটি বিশ্বমানের আর্ট কলেজ খোলার চিন্তা ভাবনা করা হচ্ছে। এলাকার গোটা চত্তর যে ভাবে সাজিয়ে তোলা হয়েছে তা আগামি দিনে ভাল একটি পর্যটন কেন্দ্র হতে চলেছে এটা। অনুষ্ঠানে একটি রেপ্লিকা প্রকার করেন সাংসদ।