এই মুহূর্তে জেলা

সিভিক, ট্রাফিক হোমগার্ডে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারনার অভিযোগ তরুনীর বিরুদ্ধে।

সুদীপ দাস , ৩ আগস্ট:- সিভিক, ট্রাফিক হোমগার্ডে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারনার অভিযোগ তরুনীর বিরুদ্ধে। প্রতারিতরা একজোট হয়ে চুঁচুড়া থানায় এসে অভিযোগ দায়ের করলেন। অভিযুক্ত তরুনীর নাম মৃন্ময়ী মন্ডল (২৫) ওরফে তোতা। বাড়ি চুঁচুড়ার পার্বতী রায় লেনে। গত বছর পুজোর সময় তোতা অস্থায়ী সিভিক কর্মী হিসাবে চুঁচুড়া থানার হয়ে কাজ করে। সেসময় একাধিক পুলিশ কর্মীদের সাথে তাঁর ছবি তুলে রাখে। সেইদমস্ত ছবি দেখিয়েই থানা ও পুলিশ লাইনে কাজ দেওয়ার নামে প্রতারনা চালিয়ে যায় তোতা। ৫, ১০ হাজার থেকে শুরু করে ৪০, ৫০ হাজার কাজের স্তর অনুযায়ী বহু মানুষের কাছ থেকে টাকা তুলে নেয় তোতা। সম্প্রতি টাকা চাওয়া নিয়ে প্রতারিতদের সাথে বচসা হয় তোতার। এরপর এক প্রতারিক পুলিশ লাইনে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে তোতা সেখানে কাজ করে না। মঙ্গলবার বেশ কয়েকজন প্রতারিত তরুন-তরুনী চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করতে আসে তোতার বিরুদ্ধে।