এই মুহূর্তে জেলা

খানাকুলে বন্যাদুর্গত মানুষের উদ্ধারকার্যে নামানো হলো সেনা , হেলিকপ্টারেও চলছে উদ্ধারের কাজ।

হুগলি, ২ আগস্ট:- গতকাল থেকে আটকে পড়া হুগলির খানাকুল এর বন্যা বিধ্বস্ত মানুষদের উদ্ধারকাজে বিপর্যয় মোকাবিলা দপ্তর কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ সকাল থেকেই খানাকুল ঠাকুরানিচক পালপাড়া জানা পাড়াপাড়া থেকে মানুষদের হেলিকপ্টার এর সাহায্যে উদ্ধার করে। আরামবাগে নিয়ে আসা হচ্ছে উদ্ধারকাজে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব, হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মাহবুব রহমান, গোঘাটের প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার, হুগলি জেলা পরিষদের সেচ দপ্তরে কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী, আরামবাগ পৌরসভার প্রাক্তন ভাইস-চেয়ারম্যান রাজেশ চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ।

দিলীপ যাদব এদিন সকালে জানান যে গতকাল রাত থেকেই মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে হেলিকাপ্টারে এসে পৌঁছেছে এবং আজ সকাল থেকেই উদ্ধারকাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীর কাছে আবেদন জানানো হয়েছিল উদ্ধারকাজের সাহায্যর জন্য তারাও এসে পৌঁছেছেন। এবং যে সমস্ত মানুষরা এখানে আটকে আছে তাদের উদ্ধারে কাজ চলছে। এবং তাদের প্রয়োজনীয় ওষুধপত্র খাদ্যসামগ্রী ত্রিপল যে সমস্ত প্রয়োজনীয় বস্তু সেগুলো তাদের প্রদান করা হচ্ছে ও মানুষ যাতে সুরক্ষিত থাকে তার জন্য রাজ্য সরকার সম্পূর্ণ ভাবে প্রস্তুত আছে বলে জানান দিলীপ যাদব। অন্যদিকে উদ্ধার হওয়া গ্রামবাসীরা গত কয়েকদিন ধরে ধরে যে জল যন্ত্রণায় মধ্য ছিলেন তা থেকে মুক্তি পাওয়ায় অত্যন্ত খুশি তারা বারবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।