হুগলি , ৩১ জুলাই:- চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেবার পর সারা জীবনের সঞ্চয়ের প্রায় পুরো টাকাটাই খোয়ালেন শ্রীরামপুরের চাতরার মান্না পাড়ার বাসিন্দা অসীম কুমার নন্দন। ২০২১ সালে তিনি অবসর নেন। গত ২৮ তারিখ বিকালে তার মোবাইলে হটাৎ একটি ফোন আসে , যে ব্যাংক থেকে বলছি আপনার টাকা ব্যাংকে আছে তার জন্য বেশ কিছু নথি লাগবে। ষাটোর্ধ্ব ভদ্রলোক ভুণাক্ষরেও বুঝতে পারেনি তিনি প্রতারণার স্বীকার হতে চলেছেন। প্রথমে মোবাইলে এসএমএস আসে পিএনবি ব্যাংকের নামে , সেই এসএমএসে একটি ওটিপি নম্বর আসবে সেটা তাদের বলতে হবে।
নম্বরটি বলার পরেই নিজের মোবাইলটি হ্যাক করে দেয় ব্যাংক জালিয়াতরা। এরপর দফায় দফায় তার একাউন্ট থেকে টাকা কমতে থাকে। ইউকো ব্যাংক থেকে পঞ্চাশ হাজার ও পিএনবি থেকে ১০ লক্ষ ১৮ হাজার ৬০০ টাকা তুলে নেওয়া হয়। তিনি বিষয়টি বুঝতে পেরে বিভিন্ন জায়গায় ফোনে যোগাযোগ করেন। পরের দিন তিনি শ্রীরামপুর থানা ও সাইবার ক্রাইম এ লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও তারা অভিযোগ পাওয়া মাত্রই তদন্তের কাজ শুরু করেছেন , টাকা ফেরতের আশায় সাইবার সেলের দিকে তাকিয়ে বসে রয়েছেন অসীম বাবু ও তার পরিবার।