হুগলি , ৩১ জুলাই:- সব বাধাবিঘ্ন উপেক্ষা করে আবার আইএসএলে ইস্টবেঙ্গল স্বমহিমায় ফিরে আসবে। শনিবার শেওড়াফুলি রাজবাড়ি মাঠে পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুবীর ঘোষের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনালে এসে এই ভাবেই সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রতিক্রিয়া দিলেন মোহনবাগান ক্লাবের ফুটবল সচিব বাবুন বন্দ্যোপাধ্যায়। গড়ের মাঠে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ফুটবলের প্রাণ। মোহনবাগান না থাকলে ইস্টবেঙ্গল থাকবে না আর ইস্টবেঙ্গল না থাকলে মোহনবাগান থাকবে না। খেলার মাঠে লড়াই হবে, প্রতিপক্ষ না থাকলে খেলা জমে না আর ফুটবল আপামর বাঙালির কাছে চিরকাল অন্তরের অন্তঃস্থলে থাকবে।
অন্যদিকে এই প্রতিযোগিতার আয়োজক সুবীর ঘোষ জানান গত দু’বছর ধরে করোনার আবহে মানুষ দিশেহারা। মন খারাপ। তা থেকে মুক্তি দিতে এবং কোভিড বিধি মেনে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। এই সাতদিন মানুষ মাঠে এসে আনন্দ উপভোগ করেছেন। কউদ্বোধন করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুন বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অরিন্দম গুইন, বিধায়ক কাঞ্চন মল্লিক প্রখ্যাত খেলোয়াড় শিশির ঘোষ, রিষড়া পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এদিনের ফাইনালে শ্রীরামপুর স্পোর্টিং ৩-১ গোলে ভদ্রেশ্বর এর ইউএস সি ক্লাবকে পরাজিত করে বিজয়ীর শিরোপা লাভ করেন।