এই মুহূর্তে জেলা

সোনার দোকানে ভয়াবহ চুরি ব্যান্ডেলে।

সুদীপ দাস , ৩০ জুলাই:- সোনার দোকানে ভয়াবহ চুরি, নগদ ৬ লাখ টাকার পাশাপাশি খোয়া গেলো কয়েক কোটি টাকার সোনা! বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল স্টেশন রোডের স্বস্তিক জুয়েলারী নামক একটি দোকানে। শুক্রবার সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে গিয়ে দেখা গেলো ওই জুয়েলারীর পাশের একটি দোকানের টিনের চাল কেটে ভিতরে ঢোকে কেউ বা কারা। এরপর সেই দোকানের দেওয়াল কেটে সোনার দোকানে প্রবেশ করে চোর।

সোনার দোকানের ভল্ট ভেঙে প্রচুর পরিমানে সোনা দোকানদারের বক্তব্য অনুযায়ী যার বাজার দর প্রায় ৩ কোটি টাকা সহ নগদ প্রায় ৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। খবর পেয়ে ঘটনাস্থলে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ এলে পুলিশের সাথে চরম বাগ বিতন্ডায় জড়িয়ে পরেন দোকান মালিক। দোকান মালিকের বক্তব্য ব্যান্ডেল এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটলেও পুলিশের কোন টহলদারি থাকে না। যার জন্য এই ঘটনা ঘটলো।