এই মুহূর্তে কলকাতা

পিছিয়ে পড়া মানুষকে পুষ্টির যোগান দিতে ৩০ হাজার পুষ্টি বাগান তৈরির লক্ষমাত্রা নিলো সরকার।

কলকাতা , ২৭ জুলাই:- রাজ্যের পিছিয়ে পড়া গ্রামাঞ্চলের মানুষকে যথাযথ পুষ্টির যোগানের পাশাপাশি তাদের আর্থিক ভাবে স্বনির্ভর করে তুলতে রাজ্য সরকার বিভিন্ন জেলায় ৩০ হাজার পুষ্টি বাগান তৈরীর লক্ষ্যমাত্রা নিয়েছে। একশ দিনের কাজ প্রকল্পের আওতায় ২০২১-২২ আর্থিক বছরে এই পুষ্টি বাগানগুলি গড়ে তোলা হবে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর বিগত দু বছরে বিভিন্ন জেলায় এরকম ১২ হাজার পুষ্টি বাগান তৈরি করেছে। ২০২২ সালের মার্চ মাসের মধ্যে তা বাড়িয়ে ৩০ হাজার করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

পুষ্টি বাগান প্রকল্পের আওতায় গ্রামাঞ্চলের পিছিয়ে পড়া মানুষদের তাদের বাড়ির লাগোয়া জমিতে পেয়ারা, আম, কাঁঠাল,কলা,সজনে ইত্যাদির মত পুষ্টিকর ফসল ফলাতে উৎসাহ ও সহায়তা দেওয়া হয়। গাছের চারা সরবরাহের পাশাপাশি ফলন বাড়ানোর পদ্ধতি সম্পর্কে তাদের ওয়াকিবহাল করে তোলা হয়। এর মাধ্যমে তাদের ও পরিবারের যথাযথ পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি আর্থিক ভাবে লাভবান করারও প্রয়াস করা হয়।